প্রতি দিন বরিশাল নিউজ।
বরিশালে নদীভাঙন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ ব্যক্তিদের মাঝে জাতীয় সমাজকল্যাণ পরিষদের আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার (২৬ নভেম্বর) বেলা ১২ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বরিশাল জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদফতরের আয়োজনে চেক বিতরণ করা হয়।
বরিশাল সমাজসেবা অধিদফতরের উপ-পরিচালক আল মামুন তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপস্থিত বরিশাল জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত
পুলিশ সুপার মোঃ নাইমুল হক, সাংস্কৃতিজন এস এম ইকবাল, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এম জি কবির ভুলু, বরিশাল জেলা পরিষদের সদস্য অলী
আহাম্মেদ। জেলা প্রশাসকের কার্যালয়ের প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজসহ সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যক্তিবর্গ এবং অনুদান গ্রহীতা ও তাদের
পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
শুরুতে এক আলোচনা সভায় অতিথিরা বরিশালের নদীভাঙন প্রাকৃতিক দুর্যোগে বিভিন্ন
বিষয় নিয়ে আলোচনা করেন। বরিশাল সদর উপজেলার নদীভাঙনে ক্ষতিগ্রস্থ ৮ পরিবারের মাঝে ১০ হাজার টাকা করে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়।