স্টাফ রিপোর্টার।।
নগরীর বেলতলা চর আবদানি এলাকায় তুচ্ছ ঘটনার জের ধরে মা ও ছেলেকে কুপিয়ে রক্তাক্ত করেছে স্থানীয় মাদক সম্রাট কামাল ও তার সহযোগীরা। আহতরা হলেন, রাকিব খান ও তার মা রেক্সোনা বেগম। আহত রাকিব জানায়, মঙ্গলবার সন্ধ্যায় ওই এলাকার চিহ্নিত মাদক সম্রাট কামালের বাসায় ডিবি পুলিশ অভিযান চালায়। সেই সূত্র ধরে কামাল রাকিবকে ডিবির সোর্স সন্দেহ করে মিথ্যা অপবাদ দেয়। এ নিয়ে উভয়ের মধ্যে তর্ক বিতর্ক হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে কামালের ছেলে নাঈম রাকিবের বাবা মনিকের শার্টের কলার ধরে। বিষয়টি দেখে রাকিব বাধা প্রদান করে একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে কামালের নেতৃত্বে নাঈম তার স্ত্রী নাসিমা হারুন ,সহ অজ্ঞাত আরও ৫/৭ জনে ধারালো অস্ত্র দিয়ে রাকিবের মাথায় আঘাত করে। তার চিৎকারে তার মা রেক্সোনা ছেলেকে উদ্ধার করতে গেলে তাকেও কুপিয়ে রক্তাক্ত জখম করে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে তাৎক্ষণিক শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে আহতরা জানায়।