স্টাফ রিপোর্টার।।
বরিশালে ক্রেতাদের মাঝে টিসিবির পণ্য বিক্রি নিয়ে ডিলার সেলিম স্টোস এর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠেছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, ক্রেতাদের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে রেখে লাইনের পাশ থেকে পণ্য বিক্রি
করতে দেখা যায় টিসিবির ডিলার ইকবালকে। সরকারি নিয়ম নীতির কোন তোয়াক্কা না করে স্বজন প্রীতি করে পন্য বিক্রি করে থাকে। সোমবার রুপাতলী হাউজিংয়ের ভিতরে টিসিবি পণ্য ট্রাকসেল থেকে লুৎফর রহমান নামে এক
ট্রাফিক পুলিশ লাইন বিহীন পণ্য ক্রয় করে নেয়। এছাড়াও দলীয় কিছু লোকজন লাইন বিহীন পণ্য ক্রয় করে। এ ব্যাপারে টিসিবি অফিস প্রধান আল-আমিন হোসেনের মোবাইল ফোনে আলাপ করলে তিনি বলেন, প্রতিটি
টাকসেলের সাথে মেয়রের প্রতিনিধি রয়েছে তারপরে ও যদি কোন ডিলার লাইন বিহীন পণ্য বিক্রি করে তাহলে তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। কিছু সংবাদকর্মী এরকম দৃশ্যর ছবি ক্যামেরাবন্দি করতে গেলে
ডিলার ইকবাল সাংবাদিকদের দেখে নেয়ার হুমকি প্রদান সহ তাদের কে অশ্লীল ভাষায় গালমন্দ করে। এ ব্যাপারে ইকবালের সাথে আলাপ করলে তিনি বলেন, দেখবাল করার জন্য মেয়রের প্রতিনিধি রয়েছে আমি এরকম কাজ করলে তারা দেখবে।